পেনশনভোগী জীবন যেন
যাবে ভালো মোর,
দিনগুলো যে কাটবে ভালো
দেহে পাবো জোর।
সেই ভাবনায় ভাবতে তবে
লাগতো ভালো বেশ,
কেনো তবে পেনশন পেতে
জীবন হচ্ছে শেষ।
সিঁড়ি বেয়ে উঠতে উঠতে
বড়ই ক্লান্ত আজ,
তবু এটাই মাসিক দৈনিক
নিয়মিত কাজ।
ফাইল গুলো আলমারিতে
লালফিতাতে বন্দি,
ছোট সাহেব বড়ো সাহেব
করতে চাচ্ছে সন্ধি।
টেবিল ঘুরতে হয়রানিতে
হচ্ছি আজি রোগী,
অথচ আজ সবাই জানে
আমি পেনশনভোগী!
লালফিতায় যে বন্দি ফাইল
আলমারিতে পড়ে,
খুঁজবে যেদিন থাকবো সেদিন
ঐ যে মাটির ঘরে।