4.5/5 - (2 votes)

মানুষ চেনা নয়তো সহজ
যতই থাকুক কাছে,
কথার ছলে মনটা কাড়ে
দুর্নাম ছড়ায় পাছে।

আপন মানুষ গুলো শুধুই
স্বার্থ নিয়ে চলে,
বিপদে তাই উদ্ধার হতে
আসে নানান ছলে।

দেখায় ভীষণ সরল সহজ
যেন হাবা বোকা,
সুযোগ পেলে যায় পালিয়ে
দেয় যে তারা ধোঁকা।

ভাবতে ভীষণ অবাক লাগে
চলে সাধু বেশে,
আঘাত করে মিষ্টি কথায়
ঢেলে গরল হেঁসে।

নিজের লাভটা ভাবেন শুধুই
স্বার্থের জন্য আসে,
ন্যাকামি ভাব ধরেই তাঁরা
নিজের জন্য বাসে।

চিনতে পারলে এমন স্বজন
তাদের দূরে রেখো,
চলার পথে সকল সময়
সাবধানেতে থেকো।

হিসাব নিকাশ করতে ভীষণ
পটু হয় যে তারা,
মুখোশ পরা মানুষ গুলো
যায় না চিন্তে পারা।

মানুষ নামের ওই স্বার্থপর
মানুষ স্বাধে সাধু,
তাদের মধুর কথায় যেন
থাকে অনেক যাদু।

নিজের স্বার্থ হাসিল করে
ওই স্বার্থপর গুলো,
তাদের কর্মের রূপের মর্মের
চিত্ত মুখোশ খুলো

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Monisha
Monisha
9 months ago

Monisha