Review This Poem

জানুক আজি নবীনগণে
সোনার ছেলের গল্প,
তার দখলে বিশ্বের পদক
নয়তো কোনো কল্প।

সোনার ছেলে শতক কথা
অল্প কথায় বলে,
সেই কথাতেই কদর বাড়ে
জ্ঞানী গুণীই ফলে।

মেধার গুণে বিশ্বের মাঝে
ছড়িয়ে দেয় খ্যাতি,
শান্তির খেতাব সুনাম রটে
গর্বিত আজ জাতি।

চাল-চলনে বেশ ভূষনে
খুব সাধারণ তিনি,
দেশের সেবা কাঁধে রেখে
লড়ছে আজি যিনি।

দেশ বিদেশে সবার চোখে
মেধায় তিনি পাকা,
গড়বে দেশটা সোনা দিয়ে
হাজার স্বপ্ন আঁকা।

অভই -ব্যপ্তি দিলেন জাতির
অভি ক্রম করে,
কালো টাকা সাদা করবেন
দুর্নীতিদের ধরে।

দেশের চাকা সচল রাখতে
করবেন তিনি সবি,
মেধার ধারা গড়বেন দেশটা
থাকবেন হয়ে ছবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments