অসৎ-এর বিজয় উল্লাস
সৎ যে নিরব আজ,
চোরকে যারা মদদ দেয়,দেখি
তাদের মাথায় তাজ!
লোভে স্বার্থে- সত্যকে মিথ্যা
বানাচ্ছে আজ যারা,
ক্ষমতা- দম্ভ যতই দেখাক
ধ্বংস হবে তারা।
সত্য ন্যায়-এর হারে মিথ্যা আজ
করছে যে হাসাহাসি,
কালের বিচারে হতেও পারে
মিথ্যার গলায় ফাঁসি।
মিথ্যা অসৎ আজ জিতেগেলেও
ধ্বংস হবে তারা,
সত্য আজ হেরেগেলেও দিবেই
একদিন মাথা চাড়া।
মিথ্যাটাতো আজ বিজয়ী হলেও
কাল যে হবেই হার,
সত্য একদিন ছড়াবেই আলো
পতন হবে মিথ্যার।
[সত্যের জয় হোক। যারা সত্য ও সৎ লোকদের বিপদে ফেলে আর মিথ্যা, অসৎ লোকদের পত্যাক্ষ বা পরোক্ষভাবে মদদ যোগায় তাদের ধ্বংস কামনা করে আমার এই লেখা।]