1/5 - (1 vote)

বেদনার অশ্রু ধারা অক্লান্ত হয়ে ঝরছে যখন
একজোড়া শালিকের চোখে প্রেমের বিলাস তখন।

জীবনের বিষন্ন নীরবতার সময় পাহাড় সমান ব্যাথা,
ঠোঁট নেড়ে নেড়ে শালিক দুটো শুনালো আশার কথা।

যুগ যুগান্তর এমন করে ব্যর্থতার ধুলা উড়েছে পথে,
তাই বলে কেউ হঠাৎ করে যায়নি থেমে এতে।

পৃথিবীর সকল অপবিত্রতা রাত্রি ঝেড়েছে শিশিরে,
সূর্য দিয়েছে শিশিরে আলো বেসেছে ভালো দিবস-এ।

মাথার উপরে মেঘ জমেছে পায়ে জড়িয়েছে ধুলা,
মেঘ তাড়াতে এসেছে বাতাস উড়িয়ে শিমুলের তুলা।

অদ্ভুত আঁধার যখনই এসেছে এই পৃথিবীতে নেমে,
কোন না কোন উপায় হয়েছে আঁধারে গিয়েছে থেমে।

নিকষ আঁধারে ছেয়েছে দিক আজ আমাবস্যা বলে,
কদিন পরেই চাঁদ আসবে পূর্ণ জোছনা জ্বেলে।

দুঃখের ধারা নেমেছে যখন অগত্যা কোন প্রকোপে,
আনন্দ এসেছে পিছে পিছে তার শতাব্দীর সন্ধিপথে।

ভেবোনা ভেবোনা স্বপ্ন আশা ঢেকে কুয়াশার চাদরে,
ইতিহাস বলে ক্ষয় দিয়ে জয় লক্ষ আশা বন্দরে।

কখনো হঠাৎ আগুন লেগে জ্বলে যায় যদি কেহ-
হিমেল বাতাসের দমকা হাওয়া জুড়িয়ে দিবে দেহ।

রাত্রি গিয়ে প্রভাত হবে দিনের আলোর মতো,
শালিক জোড়া নেচে নেচে বলে; কত কথা শতো।

নিরাশ হয়োনা নিরাশ করোনা আশারা থাকুক জেগে,
এক পৃথিবীর ভালোবাসা থাক,- সবার ললাট ভাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments