মেঘ জমেছে আকাশকোণে বৃষ্টি আহ্বানে,
তুমি কি তা জানো মেয়ে, জানো কি তার মানে?
মেঘ জমেছে,প্রেম জমেছে, আলো-আধাঁর খেলা,
চোখ মেললেই দেখতে পাবে মেঘে মেঘে ভেলা।
কদম গেছে কবেই ফুটে দাওনি একটি ফুল,
বর্ষা ধরে, ভরসা করে, এটাই তোমার ভুল।
মেঘ না হয় ডাকছে খুব, জমছে আকাশ জুড়ে,
মেঘবালিকা দাওনি প্রেম, আকাশ হতে ছুড়ে।
বর্ষা যখন আবার হবে মনেই রবে সব,
তোমার প্রেমের দাবী চেয়ে তুলবো কলরব।
দূর হতে দূর, যাচ্ছে ছুটে মেঘে মেঘে বেলা,
মেঘবালিকার, নয়ন কোণে করছে প্রেমের খেলা।
বৃষ্টি আসুক, বান আসুক, জোয়ার আসুক নদে,
মেঘবালিকার প্রেমের পদ্য, গেঁথেই রবে হৃদে।