ক্লান্ত শরীরের তন্দ্রাচ্ছন্ন নয়নে,
একফালি সুখ চরম নান্দনিকতা নিয়ে
পরম উল্লাসে
প্রেম-প্রীতি আর ভালোবাসা দিয়ে
বৃষ্টি জানিয়ে দিলো,
বসন্ত এমনি হয়।
নয়ন দূরপাল্লায় চেয়ে দেখলো, মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে নতুন শাখার গাছপালা।
তাই তো বুঝে গেছি,
বসন্ত এসে গেছে।