♦
বরং তুমি যোগ্যতা দিয়ে প্রেমিকা হয়ে যাও,
যেমন- দ্বিমত করা মেয়েটি
আস্তে আস্তে অবলোকন করে প্রেমে প’ড়ে
আর ফের দাবি করে প্রেম না করার।
নচেৎ তুমি ভারসাম্য রক্ষা করো
যেমন- প্রথম স্থর, দ্বিতীয় স্থর, তৃতীয় স্থর
একে অন্যকে গিলে সাম্রাজ্য তৈরী করে।
অথচ তারা আজ গণতান্ত্রিক পুঁজিবাদে নিমজ্জিত,
তারা আবার ভোটের মাধ্যমে অর্জন করে নেয় জনগণককে শোষণ করার সমান্তরাল নীতি।
সুতারাং এতো অভিশাপ শিরে নিয়ে তুমি ভেজালযুক্ত প্রেমিকা হও,
চাঁদ, চিলেকোঠার নিষ্প্রভ আলো, বিশ্ববিদ্যালয়ের শ্যাওলা দেয়াল আর পঁচা গণতন্ত্রের নৃতাত্ত্বিক ঠোঁটে প্রাগৈতিহাসিক চুমো দিও।