যদি নদীর ঢেউ ভেঙ্গে জোয়ার আসে তোমার বুকে;
যদি সহজ সহস্র-প্লাবন জাগে প্রণয়ের আকুতি মেখে;
যদি সবুজে-সবুজে ভরে আসে প্রেমের বৃন্দাবন;
যদি তোমার আঁখিপদ্মে ফুটে উঠে তার মুখশ্রী;
যদি তুমি শাল-বনে পাখিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাও গান:
যে গানের লিরিকে শুধু তার নাম ভেসে উঠে- তবে তোমার প্রস্ফুটিত ওষ্ট ছুঁয়ে আছে উদ্বাস্তু প্রেমিকের বুক।
যদি ভোরের আলোকছটা তোমাকে চিত্রা হরিণের মতো এলোমেলো করে দেয়;
যদি অন্তরে অজান্তেই জেগে উঠে বসন্তের সুর;
তবে তুমি প্রেমিকা হয়ে গেছো।
2024-08-22