আমাকে নিয়ে লিখবে আজ,লিখবে আমায়?
হ্যাঁ লিখবো….
অস্পষ্টতা আমার,
অনেকদিন হলো খুব মনে পড়ে তোমাকে
তোমার স্পষ্ট কিছু কথা স্পষ্ট একটা মায়া
তুমি কেউনা হয়েও অনেক কেউ,কিছুটা প্রশান্তির ছায়া!
তুমি কি প্রেম নাকি ভালোবাসা?
তুমি কি কেউ আমার নাকি ঘোর অমানিশা?
জীবনে প্রেম শুধু একবার আসে জানো তো
একবার আসে বারবার যায়….
আর ভালোবাসা বারবার আসে তবে যায়না
নিরবে হোক কিংবা স্ব-রবে ভালোবাসা থেকে যায়
অভিশাপে ভালোবাসা,প্রার্থনায় ভালোবাসা
ঘৃণার ভাঁজে ভাঁজে ভালোবাসা!
প্রেম না হলে প্রেমে পড়া বারণ?
তোমার হৃদয়ে ছবি হয়ে যদি থাকি এতটুকু
তবে ভালোবাসা আছে,ঠিক আছে
তুমি আমার অস্পষ্টতা,তুমি বড্ড কঠিন
তোমায় পাঠ করার সাহস হয়না আমার একদম!
2020-03-27