বাংলা কবিতা, অপ্রয়োজনীয়তার গ্রহীতা আমি নই কবিতা, কবি রুদ্রানি রহমান - কবিতা অঞ্চল
Review This Poem

যদি নিজেকে ভালো না বাসো
নিজেকেই না চেনো পুরো
একলা থাকা অশ্বত্থের মতো যদি না হও
মৃয়মান হয়ে একাকী টিকে যাওয়া আজন্ম
তবে আমি অপ্রয়োজনীয়তা তোমার
সুযোগে এসে স্বপ্ন দিও না
কোনো রাখতে না পারা প্রতিশ্রুতিও না
রুপকথার পাখি হবার কল্প বুনো না
একসাথে থাকার আগামী এখনই বলো না
যত্রতত্র ভালোবাসা অপচয় করো না
চোখ বন্ধ করে আমায় ভেবো না
আমি অপ্রয়োজনীয়তা এখানে
আগামীকে অস্বীকার করবে কী করে
যদি না হয় পূরণ কখনোই মৌন দাবিদাওয়া
নিজেকে পুরোটা বিলিয়ে দিও না
কিছুটা রেখো;নিজেকে নিজের করে
আগুনের ছাই হয়ে বাতাসে না ভেসে
বৃষ্টির ফোঁটার আঁচড়ে মাটিতে মিশে যেও
মাটি অপ্রয়োজনীয়তা নয়,অপ্রয়োজনীয়তা আমি
যদি না নিজেকে বুঝলে আমায় বোঝার সাধ্য কী তোমার,বলো আমায়?
তারপরেও যদি আমায় চাও তবে
আমি চাইনা তোমায়…
আমি অপ্রয়োজনীয়তার গ্রহীতা নই!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments