যদি নিজেকে ভালো না বাসো
নিজেকেই না চেনো পুরো
একলা থাকা অশ্বত্থের মতো যদি না হও
মৃয়মান হয়ে একাকী টিকে যাওয়া আজন্ম
তবে আমি অপ্রয়োজনীয়তা তোমার
সুযোগে এসে স্বপ্ন দিও না
কোনো রাখতে না পারা প্রতিশ্রুতিও না
রুপকথার পাখি হবার কল্প বুনো না
একসাথে থাকার আগামী এখনই বলো না
যত্রতত্র ভালোবাসা অপচয় করো না
চোখ বন্ধ করে আমায় ভেবো না
আমি অপ্রয়োজনীয়তা এখানে
আগামীকে অস্বীকার করবে কী করে
যদি না হয় পূরণ কখনোই মৌন দাবিদাওয়া
নিজেকে পুরোটা বিলিয়ে দিও না
কিছুটা রেখো;নিজেকে নিজের করে
আগুনের ছাই হয়ে বাতাসে না ভেসে
বৃষ্টির ফোঁটার আঁচড়ে মাটিতে মিশে যেও
মাটি অপ্রয়োজনীয়তা নয়,অপ্রয়োজনীয়তা আমি
যদি না নিজেকে বুঝলে আমায় বোঝার সাধ্য কী তোমার,বলো আমায়?
তারপরেও যদি আমায় চাও তবে
আমি চাইনা তোমায়…
আমি অপ্রয়োজনীয়তার গ্রহীতা নই!!
2020-03-27