3.5/5 - (4 votes) ১ থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক ২ দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না! ৩ চোখ কেড়েছে চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক। 2020-04-20