পড়ন্ত বিকেলে
কর্ম ব্যস্ততার এই যান্ত্রিক শহরে,
ভীষণ মন খারাপের সন্ধ্যা নামে
ক্লান্ত শরীরে
অল্প একটু মৌনতায়
দিন শেষে, যখন আঁধার নামে।
নিঃসঙ্গ এই গহীন রাতে
উঠলো যখন তারা আকাশ জুড়ে,
মাঝরাতে চাঁদ একাকিত্বের গল্প শোনে;
এই শহর জানে
কতটা নিঃসঙ্গ হলে
থমকে যেতে চায় মন, যান্ত্রিকতার ট্রাফিকজ্যামে।
প্রতিটি প্রহরে
প্রতিটি নিঃসঙ্গতার রাতে,
তোমার শূন্যতা অনুভব হয় এই হ্নদয়ে।