সূরা কাহাফের রাত্রি হয়েছে শুরু
নীরবতা ভাঙে গম্ভীর তিলাওয়াতে
মাখরাজে আজ ওঠানামা করে ঢেউ
যে বাণী বয়েছে হাজার ফারিশতারা
সূরা কাহাফের রাত্রি হয়েছে শুরু
তুমি নিয়েছিলে নিরাপদ আশ্রয়ে
কতেক যুবক তদীয় কুকুরসহ
কবুল করেছো তাহাদের প্রার্থনা
মৃত্যুদর্শী দীর্ঘ ঘুমের ভানে
তুমি নিয়েছিলে নিরাপদ আশ্রয়ে
আমিও তো চাই নিজের থেকেই পানাহ
নিজেকে লুকাবো এমন রাকীম কই
সুসুপ্তিতেও নফসেরা দেয় হানা
জুলুমে কে আর আমার চাইতে বড়
আমিও তো চাই নিজের থেকেই পানাহ
পৃথিবীতে আজ অভাব গর্ত-গুহার
কোথায় লুকাবো গুনাহের হাত থেকে
জুলকারনাইন সফর করেছে শেষ
অথচ অধরা মগজের বহু কোষ
পৃথিবীতে আজ অভাব গর্ত-গুহার
ইয়াজুজ-মাজুজ অভ্রলেহন করে
প্রতিদিন ভাঙে হৃদয়ের সংযম
ভয়ে ভয়ে খুঁজে ফিরি সে জ্ঞানীর পথ
যে পথে মুসার মৎস্য গিয়েছে চলে
ইয়াজুজ-মাজুজ অভ্রলেহন করে
সূরা কাহাফের রাত্রি হয়েছে শুরু
নীরবতা ভাঙে গম্ভীর তিলাওয়াতে
আমাকেও দিও সেই রাকীমের খোঁজ
যেখানে নিজেকে লুকিয়ে রাখতে পারি
সূরা কাহাফের রাত্রি হয়েছে শুরু