মরমে মরমে মরে যাচ্ছে ছবি
বড় অলক্ষে মুছে যাচ্ছে রঙ
বেদনায় নত হয়ে আছে বটপাতা
শু
কি
য়ে
যা
চ্ছে
শৈ
শ
ব
ভ
রা
নদী
অথচ এখনও দুচোখ ভর্তি জল
এখনও হৃদয়ে ঢেউদের কোলাহল
স্মৃতিতে এখনও পানোখির জলকেলি
কুন্তলে মেয়ের এখনও গাজরা-বেলি
তথাপি রাষ্ট্রে
ডে
ভে
ল
প
মে
ন্ট
চলে
উড়ালপুলেরা ঢেকে দেয় সব নীল
ধূধূ মরু খাতে কালের সাক্ষি ব্রিজ
চোখে খরা নিয়ে আমরা একাকী চিল