বিগত দিনের মতো পাপ আছে আমার গায়ে,
তুমি তার সবটা ধুয়ে একটা শিশু হবার কবজ দাও ঈশ্বর!
সমগ্র তল্লাটে ধোঁয়া আর কমলা জিহ্বার তাপ।
ক্রন্দনশীল বাতাস। মানুষ পোড়া গন্ধ চটকে-জীবন,
কৈবর্তের জনবিদ্রোহের মতো হ্যাংগারে ঝুলছে জামা-
ফি জানুয়ারি টু জুন তারপর তারপর-
শকুনের গলা দিয়ে নামছে না আর;
একটা কবজ পেলে –
এই গুমোট শ্মশান, কবরের পাঁজরে পুষ্প জন্মাবো।
2021-05-01