থমকাই নি আমার বয়স
চলেছে তো বেশ ভালোই!
দিনের পর দিন যায়
দিনের শেষে রাত আসে, রাতও চলে যায়
এভাবেই বয়স বেড়ে যায়!
এভাবেই তো বয়স বেড়ে চলেছে,
স্বপ্ন-দুঃস্বপ্নগুলো দেখতে দেখতে
অবাক জল্পনা-কল্পনাগুলোকে ঘিরে।
এভাবেই তো বয়স বেড়ে যায়,
বলা না বলা সেসকল কথাগুলো অব্যক্ত রেখে!
এভাবেই তো দিন চলে যায়,
প্রতিটি নতুন আশায় আশায়
একেকটি রাত কেটে যায় স্বপ্নে চোখ বন্ধ করে।
এভাবেই তো বয়স বেড়ে যায়,
সুখের পর দুঃখ ধেয়ে আসে হায়
সুদিন কেটে যায়, দুর্দিনের বোঝায়!
হুম এমনই বয়স বেড়ে যায়,
না পাওয়ার করুণ বেদনায়।।