প্রিয়তমা,
তোমার সমস্ত আকাশ জুড়ে যখন তারার মেলা,
তখন কয়েক ফোঁটা বৃষ্টি আর সিগারেটের ধোঁয়ায়
ঘিরে ছিল আমার আকাশ।
তুমি যখন অন্য প্রেমিকের প্রেমে মগ্ন,
তখনো তোমায় ভালোবেসে আমি হতাম বিষন্ন।
তোমার পৃথিবীতে কোথাও আমি নেই,
তবুও আমার পৃথিবী জুড়ে শুধুই তুমি।
প্রিয়তমা ভালোবাসি।।।
শত অবহেলা, অপমান আর কষ্ট সহ্য করে
আজো বলতে পারি ভালোবাসি প্রিয়তমা।
2021-06-04
Pri