প্রতারকদের খপ্পরে পড়ে বেঁচে আছি
আর বাঁচবোই বা কতকাল।
প্রতারকদের খাতায়,
তাই কত নাম জোড়া হয় অনন্তকাল,
“অশ্রু তুমি প্রতারক”,
“প্রিয়তমা তুমি প্রতারক”,
“ফাল্গুন তুমি প্রতারক”,
“বৃষ্টি তুমি প্রতারক”,
“কৈশোর তুমি প্রতারক”,
“যৌবন তুমি প্রতারক”,
“জম্মভূমি তুমি প্রতারক”,
“শিক্ষা তুমি প্রতারক”,
“সিগারেটের ধোঁয়া তুমিও প্রতারক……….”,;
আমৃত্যু প্রতারকদের খাতায় নাম এভাবে
জুড়েই যাবে।
শেষের লাইনে লেখা থাকবে,
“জীবন তুমি সেরা প্রতারক”।
2021-06-12