মেয়ে আজ বৃষ্টি পড়ছে।
এই বৃষ্টিতে তোমার আমার একসাথে,
থাকার কথা ছিল, অথচ দেখো,
আজ আমি
একাই বৃষ্টি দেখে বিরহে শেষ হয়ে যাচ্ছি।
এই বৃষ্টিতে তোমার আমার একসাথে,
ভেজবার কথা ছিল, অথচ,
এই বৃষ্টিতে নিজের চোখ থেকে
অশ্রুর বৃষ্টি কোনভাবেই থামাতে পারছি না।
এই বৃষ্টির সাথে নিকোটিনের ধোঁয়া
উড়বার কোন কথাই ছিল না।
অথচ,
বৃষ্টির সাথে সেই ধোঁয়াও অদ্ভুত সুন্দর লাগছে।
এই বৃষ্টিতে কথা ছিল তোমার
সুরেলা সুরের গান শুনবো,
তোমার জন্য লিখব প্রেমের কবিতা,
অথচ, তার কিছুই আজ পূরণ হলো না।
পূরণ হবেও না।
2021-06-06