ইচ্ছের বিরুদ্ধে নিজেকে সান্ত্বনা দেই
আপন কিছু মর্জি থাকলেও
তা কখনো পূরণ হবার নয়।
আজ আমি একাকিত্বে ভুগছি গজদন্তিনী।
জানো হয়তো প্রকৃতির নিজের একটা খেলা আছে,
যেই খেলার নিয়ম হলো নিউটনের তৃতীয় সূত্র।
নিয়ম অনুযায়ী তুমিও একদিন একাকিত্বে ভুগবে
মনে করবে তোমার প্রাক্তন প্রেমিকের কথা।
চাইলেই অভিশাপে ভরিয়ে দিতে পারতাম
তোমার জীবন।
কিন্তু কবিরা অভিশাপ দিতে জানে না।
জানে না ভালোবাসার বিপরীতে অন্য কিছু আছে।
প্রিয়তমা জানো না,
কবিরা শ্রেষ্ঠ বিচারক,
কবিরা শ্রেষ্ঠ প্রেমিক,
কবিরা শ্রেষ্ঠ প্রতিশোধ গ্রহণকারী।
কবিরা উচ্চ পদস্থে অবস্থান করে।
তোমাকে চাইলেই মন ভাঙ্গার অপরাধে
৫৩ ধারায় ফাঁসির মঞ্চে দাঁড় করাতে পারতাম।
কিন্তু আমি বিচারক হিসেবে তোমাকে
সেই শাস্তি দিতে পারি না।
পারতাম প্রতিশোধ হিসেবে
তোমার জীবন ছাড়খাড় করে দিতে।
অথচ করব না।
কিন্তু অভিশাপ দিতে পারি।
যেই অভিশাপে শুধু বলা থাকবে,
“সুখে থেকো, ভালো থেকো”।
2021-06-08