এখানে সমস্ত আকাশ নেমে আসে
নীলাদ্রি’র নিশ্চল জলে।
এখানে কোলাহল মিশে থাকে
প্রতিটি সবুজ ঘাসের বুকে।
এখানে ভাঙা ইটে কষ্ট বাঁচে
স্মৃতির জটিল রূপে !
এখানে জংধরা মন
ইট হয়ে দাঁড়িয়ে থাকে
শ্যাওলা পড়া দেয়ালের রূপে !
এখানে ফ্যাক্টরীর পুরোনো আসবাব আর
যন্ত্রপাতি’তে দুপুর বসে থাকে উজ্জ্বল শরীরে
এখানে বিকেলে’রা মন রাঙায় সবুজ আর
ধুম্র পাহাড়েরর আশ্চর্য সুন্দর শরীর দিয়ে।
এখানে পাখি ডাকে সবুজ সুরে,
এখানে রমনীর মুখাবয়ব স্পষ্ট ভেসে উঠে
লেকের স্ফটিক জলের আশ্চর্য আরশি’তে।
এখানে সবুজ বন, উঁচু গাছ
মাথা নাড়ায় সুন্দরের স্বরে।
এখানে লুটায় ভ্রমণপিপাসু
সকাল- দুপুর- সন্ধ্যা- রাতে।