তোমারে ছাইড়া যাচ্ছি— কষ্ট হচ্ছে।
কি করমো কও দ্যাখি—?
ছাইড়া যাওয়াই মানুষের ধর্ম।
ছাইড়া যাইতে যাইতেই মানুষ বুঝে—
যে, ছাইড়া যাওয়াই ভিতরের ভালোবাসা
অনুভবের প্রধান মাধ্যম।
ভালা থাইকো মা ও মাটি, স্বজন, বন্ধুবরেষু
আমার দ্বিতীয় সংসার লাইব্রেরী, রাতের আড্ডা,
ধূ ধূ বালুচর, লেবুফুল, বাঁশঝাড়, কালভার্ট,
উল্লাসের মোড়, খয়েরি নদী ও সবুজ মাঠ।
একদিন দেখা অইবো ; হয়তো ফুল ফোডা বসন্তে
নয়তো গ্রীষ্মের গরমে কিংবা অন্য কোনো ঋতু’তে—
তুমি কি আমার লাইগা অপেক্ষায় থাকবা—?