কবিতা:অপেক্ষা
লেখক:হৃদয় বোস
হে অনাগতের কবি-
শুনেছি তোমার কণ্ঠকে কেউ থামাতে পারেনি
তুমি পক্ষীর কলস্বরে হও উচ্চারিত,
তোমার নিষিদ্ধ কণ্ঠ বজ্রের মত বাজে,
তবে আজ কি তুমি লিখবে কয়েকটি সত্য কথা,
শব্দের লাশ কাঁটা ঘরের বিশেষ যন্ত্রটি দিয়ে লিখতে পারবে অযাচিত একটি কাব্য।
হে কবি তুমি কি লিখতে পারবে –
অসহায় সম্বলহীণ হা-ভাতে থাকা মানুষের বেদন,
লিখতে পারবে দুঃখিনী মায়ের যন্ত্রণার রক্তক্ষরণ।
লিখবে কি আমার বোনের অত্নহত্যার ইতিহাস।
তোমাকে যে লিখতেই হবে কবি,
তোমার জন্য না হলেও,
আমার জন্য না হলেও,
অসহায় লাঞ্ছিত-বঞ্চিতের জন্য,
দুখিনী মায়ের জন্য,
আমার প্রিয়তম বোনের জন্য-
তোমাকে যে লিখতেই হবে।
সবাই যে তোমার দিকে মুখ করে তাকিয়ে,
শুধুই থাকে তোমারই অপেক্ষায়!