নিজেকে যখন প্রচন্ড একাকিত্ব গ্রাস করে,
প্রচন্ড হতাশা আমায় খুঁড়ে খায়,
তখন আমি শুধু তোমাকেই খোঁজি চলি।
আর ঠিক সে সময়েই আমি অসহায় হয়ে পরি
যখন আমি তোমায় চাইলেও পাইনা।
আমি যখন ভীষণ খুশিতে থাকি
তখন তোমার কথা ভীষণ মনে পরে।
আর সেই খুশির কারণটা শুধু তোমাকেই বলার জন্য আমার কন্ঠস্বারও ছটফট করে।
খুব করে চাই আমার খুশির ভাগাভাগি করতে
শুধু তিনটি মানুষের সাথেই।
কত হাজার বাহানায়,
নিজের সাথে চলে নিজের মান অভিমান
তোমাকে ব্যাথা দেয়ার তরে।
তুমি যে আমার সেই হাসি
যা অপলেকে কেঁটে যাবে আমার গোটা জীবন
তুমি আমার মরুভূমির বুকে তৃষ্ণার্ত জলরাশি
যার স্নিগ্ধতা একজীবনেও ফুরায় না।
ভালোবাসার সংজ্ঞা না জানায় একঅধম আমি
শুধু জানি ভালোবাসি
ভালোবাসবো আমরণ!
-হৃদয় বোস