মা ডাকটা শুনলেই মনে হয়
গোটা পৃথিবীটা আমার পাশে।
গভীর চোখে আমি তোমার দিকে তাকিয়ে থাকি
তুমি ছাড়া যে আর কেও নেই
আমাকে বোঝার মতন।
আমি বসে বসে ভাবি তোমায় নিয়ে,
তুমি ছাড়া ভাববার আর কে আছে মা ?
ঘুম ভাঙ্গলেই যে তোমায় মনে পরে ||
মাগো,
এখনে আর থাকেনা গুছানো
বাড়ির মত আমার বিছানা,
আমি যে বালিশে মাথা গুজে পরে থাকি
তোমার ডাকের অপেক্ষায়।
মনে চাইলেই দেখতে পাই না
তোমার হাসি মাখা মুখ,
মনের দুঃখ মনে লয়ে কেঁদে ভাসাই বুক
তোমার হৃদয় তোমার মতই
তোমার মতই চলে
মনে-মুখে সারাটাক্ষন
তোমার কথাই বলে!
2023-05-13