4/5 - (2 votes)

মহারাণী-
তুমি ত জানই,
ইট কাঁঠে মোরানো ব্যস্ত শহরের
জমকালো আলোর মাঝেও
তুমিহীন আমি অন্ধকারাচ্ছন্ন, স্থবির,উন্মাদ।
তোমার সঙ্গ না পাওয়ার বেদনা
আমাকে প্রায়সই কুরে খুরে খায়,
মস্তিষ্ক হয়ে ওঠে আগ্নিগিরিনে ন্যায় ||
তাইতো,
ভুলগুলো ভূল করে ছুটে আসে উল্কার মতো
অজান্তেই করি ভীষণ আঘাত ,
হিসেব নিকাশেই রাত কেঁটে যায়
অভিমান যায় সময় খেঁয়ে ||
পরক্ষণেই-
অনুশোচনায় হয়ে যাই নিমজ্জিত
তীর খুঁজে না পাই
অথৈ সাগরে হাহাকারে,
নিজেরে বারে বারে করি শাপ শাপান্তর
শতবার চেয়ে যাই তিতিক্ষা।
আমি যে অনুতাপী-
ক্ষমা করো মোরে প্রিয়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments