ভেবেছিলাম স্বর্গ দেখবো তোমার হাত ধরে
জানিনা কি লিখন বিধাতার।
কিসের খেলা খেলছে আমার সাথে।
বিধাতার বিশ্বাসটা তবে তোমার থেকেই
তাইতো বার বার লক্ষী বলেই ডাকি
দুঃখ-সুখের যন্ত্রণায় তোমায় জাপটে ধরি।
নিখোঁজ বিজ্ঞাপনের অনুক্রম হয়েও
তোমার ধরেই ফিরি তোমার নিরে।
কিছু শব্দ সত্যি প্রচন্ড ব্যাথা দেয়
দাগ কেটে দেয় মনে।
তবে আমি ভাবি
এ তোমার বলাই শব্দ।
তুমি যদি ভালোবাসে কষ্টই দেও
এ আমার বড় প্রাপ্তি প্রিয়।
আমি সর্বদা মাথা পেতে নিবো,
নিতে চাই আজীবন।
আজকের রাতটা তবে আমার হওক
বড্ড বেশি গভীর হওক
আমার ভেতর তুমি জেগে থাকো!
2023-08-01