যদি আমি আর না থাকি তোমাদের মাঝে
তবে কি আর হবে বল তো।
হয়তো জনসংখ্যা হ্রাসের ক্ষুদ্রতম একক এর কাটা-টা আরেকটা বার নাড়া দেবে।
সন্তান হারিয়ে আমার প্রিয়তম মা শোকে পাথর হয়ে যাবে,
একমাত্র পুত্র কে হারিয়ে আমার শ্রদ্ধেয় পিতা নিঃস্ব হয়ে যাবে,
আমার গোটা পরিবারে নেমে আসবে শোকের ছায়া,
হয়তো বেদনায় আত্মহারা হয়ে পড়বে প্রিয়তমা,
সজনের মুখে লেগে যাবে বিষাদের ছাপ।
কি বা হতে পারে আর,
গোটা কয়েক ফেসবুক পোস্ট,
গোটা কয়েক ফেসবুক স্ট্যাটাস,
সেই সাথে আমার এই ফেসবুক টাইমলাইনে পড়বে গোটা কয়েক হিংস্র শকুনের চোখ।
তবে সবাই একদিন ঠিকই ভুলে যাবে
ভুলে যাবে তোমরাও !
2023-05-27