প্রতিরাতেই আমি পুরে মরি,
প্রিয়তম মহারাণীকে না দেখার অভিলাষে।
এ অভিলাষ ক্রমেই প্রচন্ড প্রখর হয় ||
ঘুমে দুচোখ ঝামসা হয়ে আসলেও,
দূঃখরা আমাকে ঘুমাতে দেয় না
তবে দুঃখ কখনও গল্প নষ্ট করে না,
দুঃখ গল্পের সুন্দর্য বহন করে,
মানুষটাকে নিয়ে হাজারো কবিতার অংশের মাধুর্য বৃদ্ধি করে।
যে গল্পে যত দুঃখ সে গল্প ততো প্রখ্যাত,
একমাত্র দুঃখই গল্পে মাত্রা যোগ করতে পারে ।
দুঃখকে কালো টিপ ভাবা যায়,
নজর থেকে বাচাতে মায়ের দেয়া কালো টিপ দুঃখ।
এমন ভাবলে কি দুঃখ বিক্রি করা যায়?
এমন ভাবলে কি দুঃখ না ক্রয় করে থাকা যায়?
তবে এ দূঃখ আমি বিক্রি করতেও চাইনা
এ যে একান্তই আমার,
আমার একান্তই ব্যক্তিগত।
2023-05-13