স্মৃতি জাগানিয়া গোলাপী রঙের পাপড়ি,
তোমার প্রেমাস্পদ প্রেমিকের সাথে
মিলিত হবার কামনায় অধীর করে রাখে।
স্বর্গে ফোটা গোলাপের যে পাপড়ি দিয়েছিলে,
তা কিউপিডকে উপহার দিয়েছি।
দিয়েছি প্রার্থনারত কুমারীকে,
দিয়েছি সাদা বুলবুলিকে।
দিতে পারিনি
অভাগিনীর কপালে,
দক্ষিণে মেলে থাকা রৌদ্রে,
পারিনি পৌঁছাতে মেঘাচ্ছন্ন আকাশতলে।
হে প্রেমিকা,
পাপড়িতে তোমার নাম যতো লেখা আছে,
রাত জাগানো তৈরি পুষ্পমাল্য নিয়ে
প্রস্তুত ভোরের প্রতীক্ষায়।