লাগছে মনে এমন কেন, টানছে আমায় কেউ যেন,
চোখে চোখে কথা ভেসে যায়।
যতনে গড়া প্রিয় প্রহর আমি করে দেব পর।
কেন থাকে মন দোটানায়?
বলতে গিয়ে ফিরে আসি, লজ্জায় মুচকি হাসি,
কাটে না যে দ্বিধা…
কী করে বলব তোমায়, মন চাইছে কতটা?
ভালোবেসে এসো কাছে, আসা যায় যতটা।।
যেভাবে তুমি কাছে এলে, ভাসালে প্রেমের নাম।
ভাবতে ভাবতে যেন আমার ভাবনাগুলো ধাম।।
দেখে সেই অবুঝ হাসি, ভুলেছি পথের দিক।
আমার লক্ষ্য শুধু তুমি, জানি না ভুল কি বা ঠিক।।
(বলতে গিয়ে ফিরে আসি, লজ্জায় মুচকি হাসি,
কাটে না যে দ্বিধা…)