যদি চলে যাই
রেদওয়ান খান
তবে কি এখন যাবার সময় হলো ?
ভোরের বাগানে ছড়ানো অরুণ আলো
এখনো সুবাস ছড়ায় কামিনী ফুল
যদি চলে যাই,ভুলে যেও সব ভুল।
তবে কি এখন আমার সময় শেষ ?
চায়ের কাপেতে র’য়ে গেলো কথা-রেশ
গোধুলি বেলায় দোয়েলের চোখে দেখা–
আমাদের কাল– শেষ হয়ে গেলো লেখা!
যদি চলে যাই, রেখে যাই কিছু কথা–
বাড়ির পুকুরে ভেসেছে হলদে পাতা,
দীঘলা ভিটায় ছুঁয়ে দেখা সেই হাত
জোনাকি আঁধার, জোছনার উৎপাত–
কড়ি’র বাটিতে তুলে রাখা ভালোবাসা,
তাবিজ মোড়ানো গোপনীয় কিছু আশা,
সব কিছু মুছে যাবে, বলো, মুছে যায় ?
জীবনের মায়া কোন মহাকালে ধায় ?
মন– সে তো এক অমরতা-প্রিয় পাখি
যদি উড়ে যাই, পালকে ঢাকিও আঁখি
দেহবিতানের স্মৃতি-হাড়-গোড় সব–
ফেলে যাই, যদি কেহ করে উৎসব!