কাল-মহাকাল-২
রেদওয়ান খান
তোমারে কি দেই নাই আমি চাঁনতারা নাকফুল ?
বাঁশের চোঙায়-জমা সিকি দিয়া টোবা বিস্কুট
কিন্যা দেই নাই ? আষাঢ়ে-বাদলে চালভাজা, বুট-
ঘরের পিঁড়ায় বসে খাই নাই ? আলু-থালু চুল
দেই নাই বাঁধি লাল ফিতা দিয়া ? বেঈমান নারী !
পয়লা বৈশাখে যে দিছিলাম লাল-পেড়ে শাড়ি!
ক্যামনে ভুলিয়া যাও স-ব কিছু!নারীর স্বভাব–
সংসার পাতিয়া ভাঙ্গা পুরুষের পুরনো সংসার।
মায়ের হাতের মাটি-লেপা ঘর ভেঙ্গে চুরমার
করিয়া গহীন হৃদয়ে আমার দারুণ আকাল–
পুঁতিয়া এখন খোঁজো তবে কোন সোনার হরিণ ?
এমন পিরিতি আমি চাই নাই, এমন সংসার
যার আনাচে-কানাচে নাই কোনো ঝিল্কি-সকাল–
আমারে ঘিরিয়া রাখা ভালোবাসা-আবেগের ঋণ।