আমি কি তোমারে কমু, কই যাই,কার কাছে যাই?
কও তবে, তোমারে জিগাই যদি– কী রকম হয়!
যৈবন এমনই– মিছা কথা সকলেই কয়
জানতে যা চাও– তার কোনও সদুত্তর নাই
কারো কাছে থাকে না,সে যায় কোন নরকের টানে–
ডাকাতিয়া নদীটির পাড়ে গেলে মন ভাঙে কার?
‘ভালোবাসা’ হয় যার তারে ডাকে জোনাকি-আঁধার
‘মনুরা’* ভাঙিয়া পড়ে কোন দূর নিষাদের গানে।
দেহের জঙ্গল থেকে বার হয় দেহাতীত মন
কী-রকম দাপায় তার খদ্দের,জানে দ্বিচারিণী
পাঁজরের তলে তার আঁধারের কাল-মহাকাল
তবু সন্দেহ ঘুরপাক খায়,চিলেরা যেমন–
ঘুরে দূর আসমানেতুমিও তো!বুঝিনি,ভাবিনি–
আগে! মানুষ নক্ষত্র– কেউ তার পায়না নাগাল।