তোমায় একটিবার দেখার ক্ষুধা আমাকে ঘুমাতে দিচ্ছে না ।
ঐযে যেমন হয় ,অকাল অনাহারে কোনো বৃদ্ধের !
তার অসহায় স্পর্শে ,
ফাঁকা হাড়ি কেমন ঝনঝনে শব্দে জানিয়ে দেয় তার দৈন্যতা।
এ পথ সে পথ ঘুরে ঘুরে সমস্ত লোকালয়ে চেয়ে দেখেছি –
তুমি নেই ।
তোমাকে একটি বার দেখার উদ্ধত আকাঙ্ক্ষা ।
বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে !
ওই যে সেই বৃদ্ধের চাঁদ ছোঁয়ার কল্পনা যেমন। ।
অথবা, সেই কাতর বৃদ্ধের নিস্তেজ দেহটাকে দেয়াল ধরে বাঁচিয়ে রাখার মত ।
আমিও শেষ নিঃশ্বাস অব্দি হেঁটেছি ,হেঁটেছি তোমার প্রস্থানের সেই পথ ধরে ।
আমি দেখেছি আমি দেখছি
ওই যে সব শেষে সেই বৃদ্ধের শুকনো ঠোঁট যেমন ।
আমার ক্লান্ত চোখ শেষবার দেখেছে গুমোট সেই আকাশ।।
2024-03-03