আমার মস্তিষ্কের ভেতর এক অন্য রকম যাতনা বাস করে।
আমার ইচ্ছে করে খুলি ফুঁড়ে নিয়ে আসি সে অব্যক্ত যন্ত্রণা।
আমার শিরায় শিরায় ডাজাইনের বিমূর্ত বিমুগ্ধ লৌহকণা।
আমি কেন বেঁচে আছি?
আমি কেন জেগে আছি?
বিষাদ আর উদ্বেগে কেন আমি উদ্বেলিত?
আমার ভেতর আরেক আমি কথা বলে উঠে।
আমি ভাবনার ধোঁয়াশায় অচেতন হয়ে পড়ি।
আমার সংবেদশীল শরীর কেঁপে কেঁপে উঠে মাটির স্পর্শে।
আমি নিঃশ্বাস-প্রশ্বাসে বুঝতে পারি,
আমি এক পশুর মতোন বেঁচে আছি।
আমার ইচ্ছে করে আমার নিঃসাড় শরীরকে ছেড়ে উঠে আসি উর্ধ্বলোকে।
আমি প্রত্যাশায় থাকি;
কোন একদিন করোটির ভেতরকার বেদনার ঘন্টা থামিয়ে
আমি ফিরে পাবো আমার অথেন্টিক জীবন।।
2021-11-27