ডাক দিয়েছিলো সে
যার যা আছে তাই নিয়ে এসো
মুখের ভাষা মুক্ত করবো
প্রাণ যদি লাগে দিবো।
অনেক বাধা দূর্নীতি করে
আটকাতে পারেনি তাকে
অনশন করে জীবন রেখেছিলো বাজি
মুক্ত করেছিলো নিজেকে।
অভাব অনটন রক্তে মিছে ছিলো
বাংলা শোষণ নিপীড়ন কারণে
ডাক দিলো সে যুদ্ধে যাবে
কেড়ে আনবে স্বাধীনতাকে।
এই করে গেছে দীর্ঘ ন’মাস
দমাতে পারিনি কিছুতেই
রক্ত দিয়েছি আরও দিবো যত লাগে
মুক্ত করবো মাতৃভাষাকে।