Review This Poem

তোমার হাসিতে জুড়ায় মন
কথাতে আসে শান্তি,
আঁকা বাঁকা দুচোখের চাহনি
অতুলনীয় “সাথী” নামটি ।।
তোমার রূপের ঝলকানিতে
ছড়ায় আলোকরশ্মি,
তোমার ঐ চাঁদমুখ
আলোকিত করে পৃথিবী ।।
পাখপাখালির কলরবে
কন্ঠে মিলায় শান,
ওরা গাহে শুধু তোমারী
নামের গুনগান ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments