যে মেয়েটি রুমালে ফুল বোনে
অম্বলে, ডালে পাঁচফোড়নের ব্যবহার শিখেছে
শাড়ী কিনতে গিয়ে জানালার পর্দা কেনে
অথচ ফেসবুক, ইন্টারনেট বোঝে না
তার সাথে কথা আছে।
যে মেয়েটি শহুরে, জিন্স টি-শার্ট পরে
ঘোর সংসারী নয় অথচ
বিকেলের সূর্য আঁকে, সমুদ্র চায়
বৃষ্টিতে ভিজতে ভালোলাগে
তার সাথে কথা আছে।
যে মেয়েটির চোখে পাওয়ার চশমা
অনর্গল বই পড়ছে, চুড়িদার পরে
ফাঁকিবাজ ছাত্রদের সহ্য করে না
ঠাণ্ডা লাগার ভয়ে ভোরের শিশিরকে ব্রাত্য করেছে
তার সাথে কথা আছে।
এসো মেয়ে তোমার পায়ে বেঁধে দিই নদী
তোমার এলোচুলে গেঁথে দিই দখিন বাতাস
তোমার নাভিমূলে নীলপদ্ম আবাদ করি
তোমার বুকে রাখি চন্দনবন আর রবীন্দ্রনাথ
এসো মেয়ে কথা আছে….