চারপাশে মৃত্যু পাহাড় ফেলে ছুটে যাচ্ছি,
শুধুই কিছু সংখ্যা যেন এই শব মিছিল,
মিছিলের শেষ মানুষটির সাথেও ছিল আমার আত্মীয়তা,
অথচ একটি পাখির মৃত্যুও প্রকৃতির কাছে অগ্রহনযোগ্য
পাখির জন্য আমাদের মর্সিয়া বোনার কথা ছিলো হাতে হাত ধরে
সহস্র এলিজি কবিতার খাতা থেকে উঠে ভেসে বেড়ানোর কথা ছিলো বাতাসে
অথচ মৃত্যুর মিছিল মাড়িয়ে ছুটে যাচ্ছি,
ছুটছি আর ছুটছি,
আর
এরইমধ্যে ভারতবর্ষের কোন এক গ্রামে
একদল শিশু – সভ্যতাকে দুর্বাঘাস ভেবে
ক্ষুধার লবন দিয়ে গিলে ফেলেছে,
আমাদের এরচেয়ে বেশি কিছু অর্জন করার নেই আর।
2020-06-28