4/5 - (2 votes)

আজি এই সাক্ষাতে, শুভ তোমার জন্মদিন
বেঁচে আছি চারিদিক পৃথিবীর দরিদ্র ঋণ।
সামর্থ্য নেই মোর! দামী দামী বড়ো উপহার
ভালোবাসা নিও শুধু, একটি শুষ্ক গোলাপ।।

হয়তো অনেকে অনেক কিছু! চূড়া সাজিয়ে দিতে পারতো
তবু মোর কাছে ছুটে এলে, বুঝি না এ অর্থ!
এ জনম, তুমি কি ভিখারী হতে চাও ?
ঘর দর ফুটপাত, যাযাবর ইচ্ছে সংসার সাজাও।।

আমি বারবার বলি! শোন বড়ো লোকে তুমি বেটি
ওই অট্টালিকা এসি বাড়িটির, আমি বাগানের সামান্য মালী।
রোদের মরশুমে গাছের ছায়া – ভাঙে শির মাথা,
বর্ষার মেঘদূত বর্জ সাড়া, পা দুটি ভেজায়, রাস্তা কাদা।।

কী সুখ পাবে এথা প্রিয়? ঝড়ের আকাশ আঁধার
জড়িয়ে ধরে বুক, ভাঙা পাঁজর স্বপ্ন বাঁচার।
কাব্য লিখি..তুমি আর আমি প্রেম, সমুদ্রে ভেসে যাই
ঈশ্বর যদি চান! নতুন জীবন শান্তি ফিরে পাই।।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
কবিতা অঞ্চল
Reply to  RAMANANDA DAS
2 years ago

কবিতা অঞ্চলে স্বাগতম। আপনার প্রথম কবিতা হবার কারনে সময় লাগলো। এ ছাড়া আমরা কবিতা ফিল্টার করিনা। ভালোবাসা জানবেন।