বাংলা আমার জন্মভূমি, জীবন জুড়ায় প্রান
বাংলা তোমার বিশ্বকবি, রবিঠাকুরের গান।
বাংলা আমার গান্ধী বুড়ি, বিপত্তারী মূর্তি প্রতিমা
বাংলা তোমার ত্রিশূল হাতে, শারদীয়া নারীর পূজা।
বাংলা আমার বিদ্যাসাগর, গ্রন্থ লিখেন বর্ণপরিচয়
বাংলা তোমার শিশুর ভিড়ে, নতুন যুগের কথা কয়।
বাংলা আমার সব জাতের ভাবের দেশের মানুষ
বাংলা তোমার ধর্ম নিয়ে, রক্ত মিলন পাঁজর বাঁচুক।
বাংলা আমার পাখির ডাকে, ভোরের সকাল নীল আকাশ
বাংলা তোমার বিনয়,বাদল, দিনের দীনেশ সূর্য বাতাস।
বাংলা আমার যুদ্ধ ঘাঁটি, গর্জে উঠুন অন্যায় প্রতিবাদী
বাংলা তোমার বীর সন্তান, ক্ষুদিরাম ও নেতাজী।
বাংলা আমার নদী বক্ষের মাতৃকোলে, গঙ্গা পূণ্য মাখে
বাংলা তোমার শস্য ফলায়, কৃষক ঘুমায় মাটির ঘরে।
বাংলা আমার গর্বে বলি, মাতৃভাষার মুক্তি এথা
বাংলা তোমার পথ দেখায়, ভারতবর্ষের স্বাধীনতা।
বাংলা আমার রাস্তা বাঁকে, পথিক চলে পাহাড় সমুদ্র
বাংলা তোমার ছোনাচ নাচে, বিশ্ব জুড়ে অপূর্ব।
বাংলা আমার সরষে ইলিশ, চিংড়ি মালাইকারি
বাংলা তোমার উনুন আঁচে, ভাত খাই ভাগাভাগি।