গ্রীষ্মে যখন বায়ুর ছেঁকা,গা পুড়ল!
উড়তে আকাশ পানে;
পাখিরা সব দলে দলে স্নান করল..
পুকুর ঘাটে নেমে।
গাছের ছায়ায় বিশ্রামে ভাবি..
প্রকৃতির কত সাজ,
প্রখর রৌদ্রে পথিক আমি –
মুগ্ধ হলাম আজ।
বাড়ি ফিরে বলব সত্যি তোদের!
ভয় পাসনা ঋতু,
বর্ষায় ছাতা হাতে সাহসের..
লক্ষ্য হাঁটো পিছু।
শীতের সকাল কাঁপুনি এলো,
লেপের তলায় শরীর।
তবু বলে যারা কাজে যাব..
পরিশ্রমী মানুষ তারা নজির।