কালবৈশাখীর এলো আজ প্রচন্ড ধেয়ে ঝড়
গাছ দুলে, মন ভয়ে কাঁপে ঘর।
মেঘের ইশারায় বৃষ্টির ঝমঝম শব্দ..
ছোট ছোট শিশুদের, জাগে কত আনন্দ।।
ডাকে সব ভিজি আয় বাইরে আকাশ
নিভিয়ে দিই এ শরীরে গরম বাতাস।
রাত্রির বিছানায় শান্তি ঘুমের দেশে –
চল তবে, পৃথিবীর নানা রুপ স্বপ্ন দেখতে।।
ভোরের সকাল বেলা, ছুটে চলি আমরা
আম কুড়াতে গ্রামের আশেপাশে পাড়া।
দেখি গতকাল! হারিয়েছে অনেকেই মাথার ছাদ-
হায় হায় সর্বনাশ, ভাবে বসে গালে হাত।।
জীবন মানে যুদ্ধ, বিপদে ভেঙে পড়া নয়
চেষ্টার শপথ নিলে মানুষ সফল হয়।
বলো সাহসের বাণী মুখে, নতুন করে গড়ব –
দুঃখ ভুলে সুখের জন্য, আগামীর সংসার সাজাবো।।