ব্যবসায়ী মানুষ গুলো এই বেকারত্ব দুনিয়ায় –
কিছু দুষ্টু মালিকের পদ পেয়েছে।
ইনভেস্টের অতীত ঘাঁটলে তার দেখা যায়!
বেশিরভাগ সব দু নম্বরির টাকা ঝেড়েছে।
এখানে কাউন্টার খুলে নতুন শাখার নাম –
এসো বড় রাক্ষসের হাঁয় আমন্ত্রণ।
কর্ম ঢেলেছে যত দীন দরিদ্র নিঃশ্বাসের প্রান..
শ্রমিক রক্ত শুষে খাই তোর বেতন।
নয়তো,নিজের আখের গোছানোর ব্যর্থ ভূমিকা।
উপযুক্ত মূল্য দিলে, সবাই বলবে মানবিক।
কখনো অভাব কাঁদবে না, ধনীর পায়ের তলা –
স্বার্থপর হাসে জয় জয়কার চারিদিক।