তুমি জানতে তার হৃৎপিণ্ডের অবস্থান;
তুমি তার রক্ত কণিকা স্পর্শ করেছিলে
কয়েক মুহূর্ত
তাকে আগেই বলেছিলে-
স্বর্গীয় অনুভূতির সহজাত দূত তুমি;
কারণ, তুমি জানতে-
তার কাছে স্বর্গের একটা শক্তি আছে।
এখন তুমি তা ছিনিয়ে নিয়েছ!
না না,
খুব সতর্কতার সাথে
তুমি ছলনা করেছ।
তুমি দারুণ জোচ্চোর,
কোন জাদুকর না কখনোই;
আমাদের চোখে জাদুকর তুমি,
আমাদের চোখের আড়ালে একটা আত্মা আছে
আর তোমারও আছে একজন স্রষ্টা-
অতএব, মানুষের হৃদয়ে তুমি শুধু একজন চোর।
আমাদের চোখের আড়ালে এক ফোটা পানি
তোমার বিবেকের মতোই ঝরে পড়ে যাচ্ছে-
এখানে তোমার ডুব হবে নিশ্চিত।
2022-01-31