5/5 - (1 vote)

তিনটে রক্তাক্ত প্রহর
চারদিকে বিস্ফোরণ, কণ্ঠে উদ্দীপ্ত স্লোগান
টায়ার পোড়ার গন্ধে সম্ভাবনাময় এক শিশু হাঁপানিতে মরে গেল
স্কুল-বাসের তারা দুদিনেই একুশের দুরন্ত সাহসী সন্তান—
প্রতিবাদ মুখর বর্তনী রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে
শান্ত আগ্নেয়গিরি, বৃক্ষের মরা ডাল ভিতরে সরবরাহ করছে জল;
এই একুশেই দাঁতের রেল-পাটি এবার শব্দ করে বলছে,
খুব শীঘ্রই পাখিরা মিলে ছিঁড়ে খাবে যত বিড়াল আছে জীবন্ত;
নিয়ে আসব বলেই এবার সেই সময় আসছে
দেখ, পাখিরা মিলে বিড়াল ছিঁড়ে খাচ্ছে।
যুবতীরা তাদের স্তনে পারমাণবিক সাহস বেঁধে নিল,
নাকে চশমা পরে যে যুবকদেরকে দেখেছিল পঙ্গু
সেই যুবকের হাত-পায়ে ক্ষেপণাস্ত্রের মতো সবল পেশি;
সংবাদ মাধ্যম, দলীয় পত্রিকা, টিভি চ্যানেল,
স্ব-জোট মিলে দুর্নীতির উন্নততর কমিটমেন্ট
বামহাতে কব্জা করা সেই দুর্বল মানুষগুলো
সমবেত হয়ে মহা-পুণ্যের মতো আত্মহত্যা;—
না, আরেকটি বিপ্লব হবে, দণ্ড হবে দুদণ্ড শান্তির জন্য।
আমার হাতের কলম থেকে নীপ খুলে সিংহ বেরিয়ে পড়ছে,
আমি একা নই, মহাবিশ্ব বোঝাই সিংহ, বাঘ-চিতা
ইতিহাসে থাবা মেরে নতুনের গাঁথুনি দিবে তার পাশে;
হোয়াইট হাউস জানাবে সমবেদনা,
জাতিসংঘ বুঝবে শান্তি নিয়ে প্ররোচনা হয়েছিল দশকের উপর,
ইউনেস্কো তার বহুপদী স্বীকৃত প্রদানের ভারে থ হয়ে দেখবে,
দেখবে ক্লান্ত মানুষেরা শেষমেশ ঘরে ফিরছে বিধ্বস্ত শান্তি-চোখে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments