হারিয়ে ফেলেছি সময়,
বিবর্ণ এক কাচঁপোকার আগুনখেকো ডানা,
নস্টালজিক শহর,
রূপকথার বাইসাইকেল,
অদ্ভুতুড়ে শৈশব,
জং ধরা স্লিপারে ছুটে চলা রেলগাড়ি,
লোহার বিপদজনক সেতুতে ঝোলানো দুইজোড়া পা,
স্কুল পালানোর দরখাস্তে মৃত আত্মীয়,
এফিটাপে লেখা ভুল তারিখ,
শানবাঁধানো দিঘীর পাড়ে গোলাপজামের চারা,
হাতের মুঠোয় চেপে ধরা নগ্ন তরুনীর ছবি আঁটা পকেট ক্যালেন্ডার থেকে-
বিবর্তনের ফলাফলে সদ্যফোটা গোলাপ,
তোমার জন্য ভুল বানানে লেখা চিঠি,
সবকিছু ব্যাগে পুরে সময়টাই হারিয়ে গেছে।
2020-03-03