ঘড়ির কাঁটা ১২টা ছুঁয়ে গেলে
পাড়া কাঁপিয়ে বেজে উঠে, গির্জার শতবর্ষী ঘণ্টা।
প্রতিরাতে, এসময়, করিডোর ধরে হেঁটে যায়,
একা, নিঃসঙ্গ, সিস্টার মেরি।
সময়ের গোলকধাঁধায় পথ ভুলে,
একাকিত্বের চোরাগলিতে পথ ভুল করে ঢুকে পড়ে,
আর বেরোবার পথ খুঁজে পায়নি,
কালো গাউনে শরীর ঢাকা, সিস্টার মেরি।
কুয়াশায় ডুবে থাকা কালোরাত, টিকটিকির শরীর বেয়ে,
হারিয়ে যায়, ঐ দূর অরণ্যে।
না পাওয়ার দীর্ঘ তালিকা, ঈশ্বরের কাছে জমা রেখে,
প্রতিরাতে নিঃসঙ্গ হেঁটে যান, একজন সিস্টার মেরি।